Fiverr Gig | Long Tail Keyword

Fiverr Gig | Long Tail Keyword;
নামহীন

 Fiverr Low Competition Gig Categories 

ফাইভারে এখন Main Category গুলোতে Competition খুবই বেশি, তাই আপনি আপনার Main Keyword লিখে সার্চ দিলে দেখবেন সেখানে প্রায় 40 থেকে 50 হাজারের মতো Gig আছে, আর কিছু কিছু বড় ক্যাটেগরিতে দেখা যায় প্রায় লাখেরও বেশি গিগ।

Fiverr Gig SEO


এক্ষেত্রে আপনার Competition পুরো পৃথিবীর Seller দের সাথে যেখানে খুবই Professional সেলাররা আছে- যেমনঃ Fiverr’s Choice, PRO, Studio বা Agency Team.

তাই New Seller, Level 1 এবং Level 2 Seller সেলারদের যেহেতু আরো কিছু GIG Create করার Option থাকে,

তাই আমরা সেই অপশনগুলো Use করবো এবং আমরা আমাদের প্রোফাইল এ কিছু Low Competition Gig ক্রিয়েট করব।

এক্ষেত্রে আপনি আপনার Main Category এর পাশাপাশি কিছু Long Tail Keyword ইউজ করে আপনার Mother Category এর ভিতরে Deep Down যেতে পারেন।

এখন Long Tail জিনিসটা কি?

সেটা হল আপনার ক্যাটাগরির মধ্যে কিছু Specific Niche (ছোট ক্যাটাগরি) থাকে। তাই সেই ক্যাটাগরি গুলোর মধ্যে আপনি দেখবেন যে যেগুলোর মিনিমাম 4 থেকে ৬ ওয়ার্ড থাকে সেগুলো আপনি আপনার Gig এর জন্য Optimize করবেন।

এক্ষেত্রে আপনাকে একটা উদাহরন দিলে ব্যাপারটা আরেকটু Clear হবে, সেটা হলো ধরি আপনি LOGO DESIGN করেন,

আমি সবসময় LOGO DESIGN এর উদাহরণ দেই কারণ এটা সবার পরিচিত।


*তাই আপনি এটা ইউজ করে আপনার ক্যাটাগরি REPLACE করে দিবেন।

যেমন আমার লোগো ডিজাইনের Mother কিওয়ার্ড হল LOGO DESIGN,

এখন আমি যদি এর ভিতর স্পেসিফিক নিসে যেতে চাই তাহলে সেটা হতে পারে CALLIGRAPHY LOGO DESIGN.

এখন আপনাকে ভাবতে হবে কারা এই টাইপের লোগো বা সার্ভিস ব্যবহার করে?

যেহেতু আমরা ফটোগ্রাফার এর ছবিগুলোতে এরকম লোগো দেখি, তাই ধরেন PHOTOGRAPHER, তাই আপনি যদি আরও ভিতরে যেতে চান তাহলে আপনার গিগ এর মেইন কিওয়ার্ড হবে CALLIGRAPHY LOGO DESIGN FOR PHOTOGRAPHERS.

এখন আপনি এই Keyword লিখে Fiverr এ সার্চ দেন আর দেখবেন সেখানে মাত্র ১ পেজ গিগ আছে।

তাই আপনার কম্পিটিশন লাখের থেকে এখন মাত্র ৩০/৪০ টা গিগ এ নেমে আসলো।

এখন আপনার কাজ হল গিগ এর IMAGE & TITLE Optimize করে আপনার গিগ কে বায়ারের চোখে আটকানোর ব্যবস্থা করা।

আর Gig Details ভালো ভাবে Optimize করলে আপনার গিগ অন্য Sub Category গুলোতেও Rank করতে থাকবে।

Low Competition এর কয়েকটা গিগ থেকে আগে মাসে কিছু Order Complete করেন, তারপর গিগ এ Review পরলে আপনি Sub Category গুলোর জন্যও আপনার গিগ এর Description Optimize করবেন।

"

তারপর আপনিও একসময় Fiverr এর BIG FISH দের সাথে কম্পেটিশন এ নামতে পারবেন।

"

সবশেষে, এটাই বলবো,

“শুরুতে Toyota হয়ে কি আপনি Lamborghini দের সাথে Race করতে নামতে চাচ্ছেন?”

আপনিও যদি আগে থেকেই এরকম Low Competition গিগ বানিয়ে থাকেন তাহলে কমেন্টে আরও কিছু Tips দিয়ে দেন এখনই 😉

একটি মন্তব্য পোস্ট করুন

* ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনার যে কোন মতামত লিখুন, স্প্যাম করা থেকে বিরত থাকুন!