WiX কি?
Wix হচ্ছে একটি ক্লাউড-ভিত্তিক ওয়েব ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম। এটি ব্যবহারকারীদের Html 5 Drag and Drop টুলস এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করার সুবিধা দিয়ে থাকে। Wix হচ্ছে একটি ক্লাউড ভিত্তিক ওয়েব ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম।
What Is WiX? |
Wix এর সাহায্যে অনেক সুন্দর করে খুব কম সময়ে একটি ওয়েবসাইট তৈরি করা সম্ভব। আর Wix এর ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে পদ্ধতি গুলো ও অনেক সহজ।
২০২০ সালের হিসেব মতে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে সর্বমোট ১১০ মিলিয়র এর বেশি লোক Wix দিয়ে ওয়েবসাইট তৈরি করে ব্যবহার করছেন।
What Is WiX? Freelancing Geek |
Wix এর প্রধান আকর্ষণ হচ্ছে তাদের অকর্ষণীয় ডিজাইনের ওয়েব থিম। এই থিমগুলো শুধুমাত্র ড্রপডাউন এর মাধ্যমে ব্যবহার করা যায় বিধায় Wix জনপ্রিয়তার দিক থেকে ভালো অবস্থানে রয়েছে।
WiX Web Design |
Wix হচ্ছে একটি Live Website Page Builder যার মাধ্যমে আমরা খুব সহজে ওয়েব সাইট ডিজাইন করা যায়। WiX এ প্রচুর পরিমাণে টেমপ্লেট এবং অ্যাপ্লিকেশন রয়েছে যা ব্যবহার করা খুবই সহজ।
WiX Templates; Freelancing Geek |
Wix এর সাহায্যে অনেক সুন্দর করে খুব কম সময়ে একটি ওয়েবসাইট তৈরি করা সম্ভব হয়। আপনি যদি অল্প সময়ে একটি ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে Wix ব্যবহার করে একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন।
WiX Blog Design; imamuddinwp |
WiX খুব সহজে রেস্পন্সিভ ওয়েবসাইট তৈরি করা যায়; WiX এ করা আমার ওয়েবসাইট টি ভিজিট করে আসতে পারেনঃ Imam Uddin | imamuddinwp আমি আমার WiX ওয়েব সাইট টির এস ই ও র্যাংকিং করতেও সক্ষম হয়েছি। কারণ WiX এ এস ই ও খুব সহজ এবং তাড়াতাড়ি র্যাংক করে; মাত্র ৬০ সেকেন্ড এ Google Index করা সম্ভব WiX এ। ।
আমার WiX ওয়েব সাইট এর Google Index দেখে নিনঃ Imam Uddin | imamuddinwp
Wix এর ফ্রি এবং পেইড দুটি ভার্সন রয়েছে। ফ্রি ভার্সন ব্যবহার করলে আপনার ওয়েবসাইটে Wix এর বিজ্ঞাপন শো হবে। তখন ওয়েবসাইট হতে বিজ্ঞাপন সরানোর জন্য পেইড ভার্সন ব্যবহার করে ওয়েবসাইটের বিজ্ঞাপন সরাতে হবে।