About Us - Freelancing Geek

স্বাগতম আপনাকে Freelancing Geek এর About Page এ আসার জন্য। এখানে আপনি ফ্রিল্যান্সিং গিক সম্পর্কে ব্যাসিক কিছু তথ্য জানতে পারবেন। সাথেই থাকুন।

It's All About 'Freelancing Geek'!

ফ্রিল্যান্সিং গিক নিয়ে সাধারন কিছু তথ্য।

{tocify} $title={Freelancing Geek! Who We Are?}

What is Freelancing Geek? ফ্রিলান্সিং গিক(Freelancing Geek) আসলে কি?

Freelancing Geek; Road To Freelancing World! - এই স্লোগান কে সামনে রেখেই ফ্রিল্যান্সিং গিক এর পথচলা শুরু। এই লিখাটি যদি আপনি পড়ে থাকেন তাহলে শুরুতেই স্বাগতম জানাই আপনাকে ফ্রিল্যান্সিং গিক (Freelancing Geek) এর পক্ষ থেকে। Freelancing Geek মূলতঃ একটি অনলাইন পোর্টাল, যেখানে ফ্রিল্যান্সিং সংক্রান্ত বিষয় গুলো নিয়ে বাংলা ভাষায় আলোচনা করা হবে।

freelancing-geek-about-us

Why Freelancing Geek? ফ্রিল্যান্সিং গিক (Freelancing Geek) কেনো?

সময়ের সাথে তাল মিলিয়ে আর যুগের সাথে খাপ খাইয়ে চলার জন্য অনলাইন এর বিকল্প এখন কল্পনা মাত্র। তারই ধারাবাহিকতায় দক্ষ জনশক্তি গড়ার প্রত্যয় নিয়ে ফ্রিল্যান্সিং গিক এর অগ্রযাত্রা।

কেবল মাত্র দক্ষ মানবসম্পদ তথা দক্ষ জনশক্তি ই পারে দেশ ও সমাজ কে উন্নয়নের দিকে নিয়ে যেতে।

ফ্রিল্যান্সিং গিক (Freelancing Geek) দক্ষ জনশক্তি গড়ার পাশাপাশি বাংলাদেশী উদ্যমী ও যুব সমাজ কে বিশ্বের সাথে তাল মিলিয়ে সমুখে এগিয়ে যাওয়ার নিরন্তর প্রচেষ্টায় বদ্ধ পরিকর।


Freelancing Geek এ কি হয়?

শুধু ফ্রিল্যান্সিং ই নয়; এর পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে সকল কিছুই আলোচনা করা হবে পোস্ট এর মাধ্যমে। ফ্রিল্যান্সিং গিক এর পোস্ট গুলোতে বেশি প্রাধান্য থাকবে ডিজিটাল মার্কেটিং(Digital Marketing), এস ই ও (SEO - Search Engine Optimization), স্যোসাল মিডিয়া মার্কেটিং(SMM - Social Media Marketing), ওয়েব ডিজাইন(Web Design), ওয়েব ডেভেলপমেন্ট(Web Development), সি এম এস (CMS - Content Management System), ই-কমার্স(E-Commerce) ইত্যাদি। দেখে নিন ফ্রিল্যান্সিং গিক এর Sitemap

Freelancing Geek কি কোন কোর্স বিক্রি করে? ফ্রিল্যান্সিং গিক এর অনলাইন কোর্স ফি কত?

না, ফ্রিল্যান্সিং গিক কোন অনলাইন কোর্সঅথবা, অফলাইন কোর্স অথবা কোন ধরনের ফ্রিল্যান্সিং কোর্স বিক্রি করে না। আমাদের নাম করে কেউ যদি আপনাকে ঠকিয়ে থাকে তাহলে যাচাই করার দায়িত্ব আপনার, এ ক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন উপযুক্ত তথ্য প্রমাণ সহ, অথবা আমাদের ফেইজবুক পেইজে আমাদের কে ম্যাসেজ এর মাধ্যমে জানাতে পারেন। আমরা নিজেদের অবস্থান থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

ফ্রিল্যান্সিং গিক বাংলা ভাষাভাষী কমিউনিটির মধ্যে যারা ফ্রিল্যান্সিং ও অনলাইন এ নিজেদের ক্যারিয়ার গঠনে নিরন্তর প্রচেষ্টায় আছেন তাদের জন্য একটি উন্মুক্ত প্লাটফর্ম। এখানে আপনি নিজের মতামত, যুক্তি, পরামর্শ পোস্ট ও কমেন্ট এর মাধ্যমে তুলে ধরতে পারবেন। তবে কোন ব্যক্তি, কমিউনিটি, অথবা কোন ধর্ম কে কটাক্ষ করে কোন বক্তব্য, মন্তব্য করা কঠোর ভাবে নিষিদ্ধ।

Freelancing Geek এ প্রকাশিত লিখা, তথ্য, ছবি, ভিডিও কি কপি করা যাবে?

আপনি আপনার ইচ্ছা মত ফ্রিল্যান্সিং গিক এর যে কোন কিছু শেয়ার করার পাশাপাশি কপি বা, সংরক্ষণও করতে পারেন। এক্ষেত্রে কোন পূর্ব-অনুমতি নেয়ার কোন প্রয়োজন নেই এমন কি ক্রেডিট না দিলেও অসুবিধা নেই। কিন্তু কোথাও বিক্রি কিংবা বাণিজ্যিক উদ্দ্যেশে কোন কিছু করতে চাইলে অবশ্যই আমাদের কে জানাতে হবে।


নিয়মিত আপডেট পেতে এবং নিজেকে একজন দক্ষ মানবসম্পদ এ সামিল করতে Freelancing Geek এর সাথেই থাকুন। আর তাই লাইক দিন আমাদের ফেসবুক ফ্যান পেইজ এ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আবারো ধন্যবাদ আপনাকে ফ্রিল্যান্সিং গিক এ আসার জন্য।

Freelancing Geek

Post a Comment