FAQ | Freelancing Geek

Freelancing Geek নিয়ে কিছু প্রশ্নের উত্তর FAQ জেনে নিন:

কয়েকটি প্রশ্নোত্তর এর মাধ্যমে জেনে নিন ফ্রিল্যান্সিং গিক সম্পর্কে। এখানে খুব সংক্ষেপে আমরা চেষ্টা করেছি নিজেদের পরিচিতি তুলে ধরতে। জনপ্রিয় সকল সার্চ ইঞ্জিনে আপনি যদি Freelancing Geek লিখে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন আমাদের বিস্তারিত পরিচিতি এবং আমাদের অনলাইন উপস্থিতি। তো চলুন জেনে নেয়া যাক।

faq-frequently-asked-questions-freelancing-geek

প্রথমেই স্বাগতম জানাই আপনাকে ফ্রিল্যান্সিং গিক এ আসার জন্য 😊 । ফ্রিল্যান্সিং গিক মুলত একটি ওয়েব পোর্টাল। এখানে মুলত ফ্রিল্যান্সিং সংক্রান্ত বিষয় সমূহ নিয়ে আর্টিকেল পাবলিশ করা হয়। নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ আপনাকে।

আসলে Freelancing Geek এর ফ্রিল্যান্সিং কোর্স বলতে কোন কোর্স নেই। কেউ যদি ফ্রিল্যান্সিং গিক এর নামে কোর্স বিক্রি করে তাহলে আমাদের কে জানাতে ভুলবেন না। আমরা আমাদের মত করে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

আপনি চাইলে খুব সহজেই ফ্রিল্যান্সিং গিক এর সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের পেইজবুক সহ অন্যান্য সকল স্যোসাল মিডিয়া তে আমাদের কে ম্যাসেজ করতে পারেন। আমরা যত দ্রুত সম্ভব আপনার যে কোন জিজ্ঞাসার উত্তর দ্রুত ও সুন্দর ভাবে দেয়ার চেষ্টা করবো। এছাড়াও আমাদের কে লিখতে পারেন আমাদের যোগাযোগ ফর্ম এ, Contact Us

আমাদের অবস্থান জানা খুব সহজ। আপনি গুগলে গিয়ে লিখেন ' Freelancing Geek', গুগল এর প্রথম পাতায় পেয়ে যাবেন ফ্রিল্যান্সিং গিক এর গুগল ম্যাপ

ফ্রিল্যান্সিং গিক নিয়ে আরো জানার জন্য জনপ্রিয় সকল স্যোসাল মিডিয়া সাইট গুলো তে সার্চ করুন বা, খুঁজুন 'Freelancing Geek' লিখে। নিয়মিত আপডেট পেতে আমাদের স্যোসাল মিডিয়া পেইজ এবং গ্রুপ গুলো তে লাইক এবং ফলো করুন।

আপনার যদি লেখালেখিতে আগ্রহ থাকে তাহলে লিখুন ফ্রিল্যান্সিং গিক এ। এক্ষেত্রে আপনার এসইও সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে বিশেষ করে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল সম্পর্কে। আমাদের কন্টাক্ট ফর্ম এ আপনি লিখা পাঠাতে পারেন। আপনি যদি ইউনিক আর্টিকেল লিখতে আপ্রেন তাহলে MS Word এ লিখা ও ছবি সহ Attachment আপনার গুগল ড্রাইভে আপলোড করে লিংক শেয়ার করুন। আপনার লিখার মান যাচাই করে আমরা তা পাবলিশ করবো। ধন্যবাদ।


freelancing-geek-imamuddinwp

Post a Comment