সাইটম্যাপ মানে কি ? What Is Sitemap?
Search Engine Optimization - SEO এর একটি গুরুত্বপূর্ণ পার্ট হলো সাইটম্যাপ বা, Sitemap। সাইটম্যাপ বা, Sitemap (Sitemap.xml) সার্চইঞ্জিন এর আপনার ওয়েবসাইটের সমস্ত পেজ ও পোস্ট Crawl এবং Index করে থাকে। সাইটম্যাপ একটি (.xml) ভিত্তিক ফাইল যার মাধ্যমে আপনার সাইটের গঠনকে, Search Engine সহজে বুঝতে বা চিনতে পারে। সাইটম্যাপ আপনার ওয়েবসাইটের সকল তথ্যকে ভিন্ন ভিন্ন ভাবে Search Engine এ Index করতে থাকে যেমন- Category, Title, Tag, Comment, Content ইত্যাদি। সাইটম্যাপ সার্চ ইঞ্জিনকে বলে দেয় যে একটি ওয়েবসাইট এর কোন পেজ/পোস্ট গুরুত্বপূর্ণ।
সাইটম্যাপ আসলে কি?
আমরা যেমন গুগল ম্যাপ ইউজ করে কোন কিছুর লোকেশন জানতে পারি ঠিক তেমনি সার্চইঞ্জিন একটি ওয়েবসাইটের সাইটম্যাপ এর মাধ্যমে বুঝতে পারে সাইট কি ধরনের? সাইটে কি টাইপের কনটেন্ট আছে? সাইটে কি কি পেইজ আছে? কি কি পোস্ট আছে? ইত্যাদি। তাহলে বুঝতে পারছেন একটা ওয়েবসাইটের জন্য সাইটম্যাপ কতটা দরকারী বা, প্রয়োজনীয়?
সাইটম্যাপ কেন দরকার? Importance Of Sitemap
সাইটম্যাপ না করলে কি হবে? What Is The Importance Of Sitemap In SEO? সাইটম্যাপ না করলে আপনার সাইটের SEO তে অনেক প্রভাব পড়বে। কারণ সাইটম্যাপ ওয়েবসাইট কে সার্চইঞ্জিনে Crawl করতে সাহায্য করে থাকে।
- ওয়েবসাইট যদি নতুন হয়ে থাকে তাহলে সাইটম্যাপ ওয়েবসাইট এর পোস্ট ও পেজকে সার্চ ইঞ্জিনকে বুঝতে সাহায্য করে থাকে।
- ওয়েবসাইট এ যদি কয়েক হাজার পেজ বা পোস্ট থাকে সাথে অনেক লিংকস থাকে তখন সাইটম্যাপ সাইটকে সার্চ ইঞ্জিন এ বুঝতে সাহায্য করে থাকে।
সার্চ ইঞ্জিনগুলো ওয়েবসাইটের স্ট্রাকচার সম্পর্কে ধারনা নিতে, কখন কখন ওয়েবসাইট ক্রল করবে তা জানতে এবং সঠিক সময় বা সঠিক ভাবে ক্রাউল করতে সাইটম্যাপ এর সহায়তা নিয়ে থাকে। তাই সার্চ ইঞ্জিনে সাইটম্যাপ সাবমিট করা খুবই গুরুত্বপূর্ণ। আর এর মাধ্যমে খুব সহজে ওয়েবসাইট এর নতুন নতুন কন্টেন্টগুলো সার্চ ইঞ্জিন এ সাবমিট করা যায়।
সাইটম্যাপ কিভাবে তৈরি করতে হয়?
ওয়েবসাইটের জন্য সাধারণত দুই ভাবে সাইটম্যাপ তৈরি করা যায়, যেমনঃ এবং
- Manual Sitemap
- Automatic Sitemap/Sitemap With Plugin
Manual Sitemap কিভাবে করা হয়?
আপনার সাইটে ম্যানুয়াল সাইটম্যাপ তৈরি করার জন্য বা, যুক্ত করার জন্য আপনাকে একটি sitemap.xml নামে ফাইল বানিয়ে সেখানে প্রয়োজন অনুযায়ী কোড যুক্ত করে ফাইল টি আপনার সাইটের ডিরেক্টরি তে আপলোড করে নিতে হবে। সাইটম্যাপ ফাইল টি তৈরির জন্য অনলাইনে অনেক টুলস পাবেন। যেগুলো দিয়ে খুব সহজে এবং সম্পূর্ণ ফ্রি তে সাইটম্যাপ তৈরি করতে পারবেন, যেমনঃ
- XML Sitemaps Generator
- XML Sitemaps for Blogger
- Free Sitemap Generator
- Build and submit a sitemap
- Free Sitemap Generator
উপরে দেওয়া লিংক গুলো তে গিয়ে আপনি আপনার ওয়েবসাইটের জন্য সাইটম্যাপ জেনারেট করে নিতে আপ্রবেন খুব সহজে ও ফ্রি তে।
Automatic Sitemap/Sitemap With Plugin
যারা WordPress এ সাইট বানিয়েছেন তারা Yoast SEO / RankMath ইন্সটল করে অতি সহজেই sitemap এর সমাধান করতে পারেন। এসইও প্লাগিন গুলো সাইটের জন্য অটো সাইটম্যাপ জেনারেট করে থাকে।
সাইটম্যাপ কয় ধরনের? Types Of Sitemap
আমার জানামতে সাধারণত একটি ওয়েবসাইটে ৫ ধরণের সাইটম্যাপ থাকে; যেমনঃ
- Normal Sitemap
- Video Sitemap
- News Sitemap
- Image Sitemap
- HTML Sitemap
এবার চলুন জেনে নিই সাইটম্যাপ গুলো কোনটা কিভাবে কাজ করে?
Normal Sitemap কিভাবে কাজ করে?
যার মাধ্যমে একটি ওয়েবসাইট এর পেজ গুলো এবং পোস্ট গুলো সার্চ ইঞ্জিন Crawl করতে সাহায্য করে থাকে তাকে বলা হয় Normal Sitemap। যে কোন ওয়েবসাইটের সাইটম্যাপ এ কি কি আছে তা দেখতে হলে সাইতের ইউআরএল এর সাথে সাধারণত /sitemap.xml যুক্ত করে দেখে নেয়া যায় খুব সহজেই। যেমন আপনি যদি ফ্রিল্যান্সিং গিক এর সাইটম্যাপ দেখতে চান তাহলে যেতে হবে এভাবেঃ https://freelancing-geek.blogspot.com/sitemap.xml ।
Video Sitemap এর কাজ কী?
সার্চ ইঞ্জিন কে ভিডিও কনটেন্ট সম্পর্কে ধারণা দিতে ব্যবহার হয় Video Sitemap। অর্থাৎ এটি এমন ধরনের সাইটম্যাপ যার মাধ্যমে আপনার সাইটে আপলোডকৃত ভিডিও গুলো সম্পর্কে সার্চ ইঞ্জিন এ তথ্য জমা দেয়া হয়।
আপনার সাইটে video metadata 'র মাধ্যমে আপনি ভিডিও সাইটম্যাপ যুক্ত করতে পারবেন। অনলাইনে খুঁজলে অনেক অনলাইন টুলস পাবেন যার মাধ্যমে সহজে Video Sitemap Generate করতে পারবেন।
News Sitemap কিভাবে কাজ করে?
আমরা যখন গুগলে কোন কিছু সার্চ দেই তখন গুগল আমাদের কে যেই রেজাল্ট দেয় তা আমাদের কে ভিবিন্ন ক্যাটাগরি তে দেয়, নিচের ছবিটি দেখুনঃ
সাধারন সাইটম্যাপ এ আমরা যখন সাইটম্যাপ সাবমিট করি তখন হয় কি, আমরা সাবমিট করার পর কয়েকদিনের মধ্যে ক্রল হয়, দুই চার দিন সময় লেগে যায় প্রায়ই। কিন্তু আপনার সাইট যদি হয় সংবাদপত্র বা, নিউজ পোর্টাল টাইপের, তখন নিউজ তো আর দ্রুত আসবে না গুগলে! সাইটে নিউজ পাবলিশ করার পর সাথে সাথে তা গুগলে পাওয়ার জন্য বা, ভিজিটর রা দেখার জন্য প্রয়োজন হয় News Sitemap এর। নিউজ সাইটম্যাপ নিয়ে বিস্তারিত জানুন এখান থেকেঃ Google News Sitemaps।
Image Sitemap কি কাজে লাগে?
আপনার সাইটে যেসব ছবি আপলোড করেছেন সেগুলো সম্পর্কে সার্চ ইঞ্জিন কে সুস্পষ্ট ধারণা দিতে দরকার হবে Image Sitemap এর। ওয়েবসাইটের ইমেজ ইনডেক্স এর পাশাপাশি ইমেজ র্যাংক করানোও একটি অত্যান্ত গুরুত্বপূর্ণ। Image Sitemap নিয়ে আরো জানুনঃ Image sitemaps.
HTML Sitemap কিভাবে করতে হয়?
HTML Sitemap এক বিশেষ ধরণের সাইট যা আপনাকে গুগলে সাবমিট করতে হয়না বা, সাবমিট করার প্রয়োজন হয়না। এটি কেবল মাত্র সাইটের সব পেইজ অথবা সব পোস্ট গুলীকে ভিজিটর কে দেখানোর জন্য করতে পারেন। যেমন আমরা যদি উদাহরন হিসবে বলতে চাই তাহলে আপনি ভিজিট করে আসতে পারেন Freelancing Geek এর HTML Sitemap । এখানে ফ্রিল্যান্সিং গিক এর পোস্ট গুলো সাইটম্যাপ আকারে ক্যাটাগরি অনুযায়ী দেখানো হয়েছে।
কিভাবে গুগলে Sitemap সাবমিট করবো?
সার্চ ইঞ্জিনে সাইটম্যাপ সাবমিট করতে হলে আপনাকে প্রথমে চলে যেতে হবে WebMastelTool এ । প্রত্যকেটি সার্চ ইঞ্জিন এর রয়েছে তাদের নিজস্ব WebMastelTool। যেমনঃ
ওয়েবসাইটের সাইটম্যাপ গুগলে সাবমিট করা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার ওয়েবসাইটটি গুগলকে চিনিয়ে দেওয়ার জন্য। আর তাই আপনাকে গুগল ওয়েবমাষ্টার https://www.google.com/webmasters/sitemaps লিংকে গিয়ে লগিন করতে হবে।
গুগল ওয়েবমাষ্টার টুল( Google Search Console Tool ) এ Search Console > Add Property -তে যাবার পর আপনার ওয়েবসাইটের এ্যড্রেস দিন এর পর একটি পেজ আসবে যেখানে আপনার সাইটটি ভ্যরিফাই করার জন্য দুইটি মাধ্যম আপনাকে নির্দেশ দিবে। আপনি কোন ঝামেলা না করতে চাইলে, যে html file ডাউনলোড করার অপশন দিবে; সেই ফাইলটি ডাউনলোড করে আপনার ওয়েবসাইটের রুট (www) বা (public_html) ফাইলে আপলোড করে দিন। এরপর verify বাটনে ক্লিক দিয়ে আপনার সাইটের ওনারশিপ ভ্যরিফাই করুন।
আপনার ওয়েবসাইটটি ভেরিফাই হলে বাম পাশের ম্যানুতে sitemaps নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক দিলে ডানপাশে আপনার ওয়েবসাইটের সম্পূর্ন এ্যড্রেস সহকারে একটি বক্স দেখতে পাবেন। যেমন: www.yoursite.com/(বক্স)
এখন কিছুক্ষন আগে আপনার আপলোড করা সাইটম্যাপ ফাইলের নামটি (সাধারনত সাইটম্যাপ ফাইলের নাম sitemap.xml হয়ে থাকে।)এই ফাকা বক্সে লিখে, যেমন: (www.yoursite.com/sitemap.xml) submit বাটনে ক্লিক দিন।
ধন্যবাদ সাইটম্যাপ নিয়ে ফ্রিল্যান্সিং গিক এর এই পোস্ট টি পড়ার জন্য। মতামত ও পরামর্শ জানাতে পারেন কমেন্টবক্স এ।