WordPress শিখে আয় - ওয়ার্ডপ্রেস থেকে আয় কিভাবে করবেন?
কোনো কোড না করেও WordPress এর কাজ শিখে যেভাবে আপনি অনলাইন থেকে আয় করবেনঃ
আমরা সবাই জানি যে WordPress হল খুবই পোপুলার একটি CMS। সেজন্য এখানে কাজের চাহিদাও খুব বেশি। ওয়ার্ডপ্রেসের ছোট বড় অনেক কাজ আছে যেগুলো শিখে রাখলে আপনি ঐসব কাজ করেই মাসে অনেক টাকা আয় করতে পারবেন। কিছু কাজের লিস্ট আমি এখানে দিয়ে দিলামঃ
- মাঝে মাঝে এমন কাজ পাবেন যে শুধু WordPress Install করে একটা থিম Active করে দিলেই আপনার কাজ শেষ। এই ধরণের কাজ আপনি ৫-১০ ডলারের মধ্যে করে দিতে পারবেন।
- ভালো করে যদি Elementor প্লাগিনের কাজ শিখে রাখেন তাহলে বিভিন্ন ডিজাইনের ওয়েবসাইট তৈরী করে বা পেইজ তৈরী করে আপনি মোটা অংকের টাকা ইনকাম করতে পারবেন।
- বিভিন্ন ধরণের ফ্রি থিম বা প্রিমিয়াম থিম আছে যেগুলো কাসটোমাইজ করেও আপনি আয় করতে পারবেন।
- Divi এবং Avada থিমের কাজ শিখে বিভিন্ন ধরণের ওয়েবসাইট তৈরী করে বা ডিজাইন করে আপনি মোটা অংকের টাকা আয় করতে পারবেন।
- ওয়েবসাইট স্পিড করার কাজ এখন প্রচুর, এজন্য Speed Optimization এর কাজ ভাল করে শিখে রাখুন।
- সাইটের Hack হওয়া থেকে বাচার জন্য অনেকেই তাদের সাইটের Security বাড়ানোর কাজ দিয়ে থাকে, এগুলোও করতে পারবেন।
- আবার Hack হওয়া ওয়েবসাইট গুলো Recover করার কাজো মাঝে মাঝে পাবেন।
- SEO প্রতিটা ওয়েবসাইটের জন্য খুবি গুরুত্বপূর্ণ, ভালো করে শিখে রাখুন প্রচুর কাজ পাবেন।
- ওয়েবসাইট মাইগ্রেট করা খুবি সহজ, শিখে রাখবেন এই ধরণের কাজও মাঝে মাঝে পাবেন।
- একটা Premium থিম সেটাপ করে সাইটটাকে ডেমো সাইটের মত করে রেডি করা কিন্তু অনেক সহজ, শিখে রাখবেন প্রায়ই এইরকম কাজ পাবেন।
- এ ছাড়াও ওয়ার্ডপ্রেসের ছোট বড় আরো অনেক কাজ আছে যেগুলো করে আপনি আয় করতে পারবেন।
তাই আর বসে না থেকে এখনি কাজ শেখা শুরু করে দিন।