Fiverr এ কি কি বলা হারাম? - বাঁচতে হলে জানতে হবে!
Fiverr এ কিছু কথা বলা হারাম, যার মধ্যে এমন কিছু কবিরা গুনাহ আছে যা বললে আপনার পুরো Conversation Manual Review এর জন্য Flag হতে পারে।
একজন এসে আপনার পুরো Conversation টা পড়ে যাবে, যদি কোন ধরনের চালাকি বা চোরামি দেখতে পায় তাহলে আপনি Warning এবং ক্ষেত্রে বিশেষে Permanent Ban খেতে পারেন।
একজন ভাইয়ের সাজেশনে তাই আমি বের হই বিভিন্ন Forum Topics থেকে এমনই সব Word বা Sentence বের করতে যা দিয়ে হর হামেশাই মানুষজন Warning খাচ্ছে।
তারই মধ্যে সবচেয়ে Common কিছু Word আর Phrase এর লিস্ট দিচ্ছি এখানে। (আরও অনেক আছে...)
যোগাযোগের মাধ্যম Related:
Contact
Skype
Zoom
+ Any Communication Methods
Messenger
VOICEMAIL ( Service Related হলেও মাঝে মাঝে Flag হয়)
Outside of Fiverr
I work in other places besides Fiverr
+ Any social media name
পেমেন্ট Related:
Pay
Payment
Paypal
Payoneer
Bank Account
Money
Credit card details
Transferwise
+ Any Payment Method Name or Details
অন্য মার্কেটপ্লেস Related:
Peopleperhour
Upwork
Freelancer .com
+ Any Other Marketplace Name
রিভিও বা রেটিং Related:
Reviews
Positive Rating
Feedback
Five Star
Negative Feedback
গালাগালি Related:
F*ck
Motherf*cker
বাংলায় গালিও দেওয়া যাবে না
কর্মকাণ্ড Related:
**Spamming
**Empty/Parcial Delivery
**Unprofessional Behavior
অনেক ক্ষেত্রে আপনার মেসেজ হয়ত Flag হবে না, কিন্তু আপনি যদি প্রায়ই এরকম করে থাকেন তাহলে আপনার প্রোফাইল যেদিনই Manual Verification এ আসবে সেদিনই আপনি বাশ খেতে পারেন।
তাই অনেকে এমন করে ৬মাস/২বছর পার করে ফেলেছে দেখে আপনিও করতে যাবেন না।
কারণ মানুষ পার পাইলেই আপনি জানতে পারেন, Account Ban হলে কেউ কারণটাও জানায় না।
তাই TOS এর ভেতরেই থাকতে চেষ্টা করুন।
Service-Related কোন কারনে Personal Details আদান প্রদান করতে হলে Message এ সেটা Mention করে দিন।
এবং চেস্টা করবেন Order Page এ আদান প্রদান করতে, Inbox Message এ না।
যেমনঃ I will need the Phone Number & Mail Address to add it to the business card.
Please note: These details are needed for the service