এসইও কি? What Is SEO?
ইংরেজি শব্দ SEO-এর পূর্ন রুপ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization) যা সার্চ ইঞ্জিনের কিছু সুনিয়ন্ত্রিত ও পরিকল্পিত নিয়ম বা পদ্ধতি। যে সব নিয়মগুলো যথাযথ প্রয়োগ করে আপনি আপনার কাঙ্ক্ষিত website টিকে সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজের প্রথম দিকে দেখাতে পারবেন। SERPs- তে প্রথম দিকে আপনার website টিকে দেখানোই SEO-এর মূল উদ্দেশ্য।
এসইও গুরুত্বপূর্ণ কেন ? Why SEO Is Important?
- সার্চ ইঞ্জিন তৈরি হয়েছে মূলত ইউজারদের অনুসন্ধানের সঠিক তথ্য দেওয়ার জন্য।আর এসইও (SEO) সেই তথ্যকে সার্চ ইঞ্জিন উপযোগী করে তোলে।
- SEO-এর মাধ্যমে আমরা বুঝতে পারি সার্চ ইঞ্জিনে ইউজাররা কী তথ্য খুঁজছে,কী ধরনের সমস্যার সমাধান চায়,কী ধরনের কী-ওয়ার্ড ব্যবহার করছে এবং কী ধরনের কন্টেন্ট তারা চায়। এসইও(SEO) এর মাধ্যমে আমরা সহজেই ইউজারদের এসব সমস্যার সমাধান দিতে পারি।
White hat SEO
- "White hat seo" বলতে এসইওর সেইসব কৌশল, বেস্ট প্রাকটিস এবং স্ট্র্যাটেজি বোঝায়,যা সার্চ ইঞ্জিনের সব গাইডলাইন অনুসরণ করে করা হয়। এটার প্রধান ফোকাস মূলত ইউজারদের উপর।
Black hat SEO
- "Black hat SEO" বলতে সেই সব কৌশল এবং স্ট্র্যাটেজি বোঝায়, যা স্প্যামিংয়ের মাধ্যমে সার্চ ইঞ্জিনকে বোকা বানানোর চেষ্টা করা হয়। যার মাধ্যমে খুব কম সময়ের মাধ্যমে একটি website কে সার্চ ইঞ্জিনে ভালো Ranking এ দেখানো যায়। কিন্তু এর ফলে সার্চ ইঞ্জিন সেই সাইটটিকে পেনাল্টি বা ডি-ইনডেক্সিং করে দিতে পারে। "Black hat SEO" তে সার্চ ইঞ্জিনের কোন গাইডলাইন অনুসরণ করা হয় না।