Speed Up WordPress - কিভাবে সাইট স্পিড বাড়াবেন?
অনেক এই সাইট স্পিড নিয়ে অনেক রকম সমস্যার সম্মুখীন হন। তাদের জন্য কিছু টিপস যা আপনআর সাইট এর স্পিড বাড়াতে সাহায্য করবে।
১) ক্লাউড ফ্লেয়ার: Cloudflare
ক্লাউড ফ্লেয়ার এ আপনি ফ্রিতে আপনার সাইট অ্যাড করে নেমসার্ভার চেঞ্জ করে নিতে হবে। প্রথমে ক্লাউড ফ্লেয়ার এ লগইন করে সাইট অ্যাড করবেন। তারপর DNS চেঞ্জ করার অপসন পাবেন সেখানে ক্লাউড ফ্লেয়ার এর DNS আপনার হোস্টিং এ নেমসার্ভার এ অ্যাড করে দেন। এটি হল একটি CDN.
২)Autoptimize/w3 total cache
caching সমস্যার এর জন্য আপনি এই দুইটার যেকোনো একটি ব্যবহার করতে পারেন। তবে পেইড wp rocket প্লাগিনটা হলে ভাল।।
৩) Wp super minify/ Fast Velocity Minify
javascript/CSS/html কোড অনেক ক্ষেত্রে ঝামেলা করে তাই ঝামেলা এড়ানোর জন্য এই দুইটির যেকোনো একটি ব্যবহার করে আপনি javascript/CSS/html কোড মিনিফাই করতে পারেন। এতে করে পেইজ দ্রুত লোড হয়।
৪) Lazyload
ছবি যাতে দ্রুত লোড হয় তাই এই প্লাগিন ব্যবহার করবেন যাতে ওয়েবসাইট লোড হবার সাথে সাথে ভিসিটর ছবি দেখতে পায়।
৫) Shortpixel
আমরা জানি ছবি আমাদের ওয়েবসাইট এর লোডিং স্পিড অনেক কমিয়ে দেয় যদি তা অপ্টিমাইজ করা না হয় তাই ছবি কমপ্রেস করার জন্য আপনি এই প্লাগিনটি ব্যবহার করতে পারেন।
যদি কারো তারপরেও স্পিড ইম্প্রোভ না হয় তবে থিম/অতিরিক্ত বা অপ্রয়োজনীয় প্লাগিন/ হোস্টিং এর জন্য দায়ী হতে পারে। তখন আপনাকে হয়তো ডেভেলপার এর শরণাপর্ণ হতে হবে। তাই অবশ্যই লাইট থিম; প্রয়োজনীয় প্লাগিন ও ভালো হোস্টিং ব্যবহার করুন।
নোট: লাইট রেকমেন্ড থিম Astra/Genarate press/Acabado। ইমেজ অবশ্যই ১০০ kb এর নিচে রাখবেন।