TRENDING

 

লিংকডইন কী?
লিংকডইন হলো ফেইসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতই একটি সোস্যাল মিডিয়া প্লাটফর্ম যা শুধু মাত্র চাকুরিজীবি এবং বিজনেসম্যানদের জন্য বিশেষায়িত। অন্যান্য সোস্যাল মিডিয়ার মতো এই লিংকডইনেও নিজস্ব অ্যাকাউন্ট বা আইডি তৈরী করতে হয়। ফেইসবুক, টুইটার এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বিনোদন বা বন্ধুবান্ধবদের সাথে সময় কাটানোর জন্য ব্যবহার করেথাকি। আর লিংকডইন চাকুরীজগতের খবরাখবর জাতীয়-আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সার্কুলার এরং সকল প্রফেশনাল হাই প্রোফাইল ব্যাক্তিদের সাখে যোগাযোগ রাখতে ব্যবহৃত হয়।
linkedin


🔹 লিংকডইন এর প্রয়োজনীয়তা-
লিংকডইন আপনার প্রোফাইল রিসার্চ করে আপনার প্রোফেশনের ব্যাক্তিদের আপনাকে সাজেস্ট করবে।এতে করে তাদের সাথে আপনার একটি ভালো বন্ডিং তৈরী হবে। বর্তমানে প্রায় ২০০ টি দেশের ৫০ কোটির উপর প্রোফেশনাল এবং বিজনেসম্যান লিংকডইন ব্যবহার করছে। আপনি আপনার লিংকডইন প্রোফাইলে CV সংযুক্ত করে রাখতে পারবেন। আপনার CV আপনার লিংকডইন প্রোফাইলে লিংকড থাকা কর্পোরেট জগতে আপনার স্মার্টনেসের পরিচায়ক। বর্তমান কর্পোরেট জগতে 79% নিয়োগকর্তা চাকরিপ্রার্থির যোগ্যতা যাচাইয়ে লিংকডইনের সহায়তা নেন। কারণ একজন কর্মীর সবগুলো পেশাগত দক্ষতা সম্পর্কে জানতে লিংকডইন এর কোস তুলনা নেই। অন্যান্য সোস্যাল মিডিয়া যেমন এক জনের কিছুটা হলেও ব্যাক্তিজীবন রিপ্রেজেন্ট করে তেমনি লিংকডইন প্রোফাইল এক জনের কর্মজীবনকে রিপ্রেজেন্ট করে। আপনি প্রোফেশনাল হাই প্রোফাইল ব্যাক্তিদের সাথে কানেক্ট থাকতে পারবেন যাদের সাথে ফেইসবুক ইস্টাগ্রাম বা টুইটারে যোগাযোগ করার সুবিধা নাও থাকতে পারে।
🔹 পেশাজীবীদের জন্য লিংকডইন এ গুরুত্ব-
· নিজের জন্য প্রফেশনাল প্রোফাইল তৈরি করতে পারবেন
· সহকর্মী ও অন্য পেশাজীবীদের সাথে যুক্ত হতে পারবেন
· কাজের বিষয় নিয়ে অন্যদের সাথে আলোচনার সুযোগ পাবেন
· পছন্দের প্রতিষ্ঠানগুলো সম্পর্কে জানতে পারবেন
· নতুন চাকরি খুঁজতে পারবেন খুব সহজে
· ব্যবস্থাপনা, মার্কেটিং, গ্রাফিক ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্টসহ বিভিন্ন প্রয়োজনীয় বিষয় নিয়ে শিখতে পারবেন
🔹 ব্যবসায়ী ও চাকরিদাতাদের জন্য লিংকডইন এ গুরুত্ব-
· প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা আছে, এমন নতুন ও আগ্রহী কর্মীদের খুঁজে নিতে পারেন
· চাকরিপ্রার্থীদের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পাবেন
· নিজের ব্যবসা বা প্রতিষ্ঠানের জন্য প্রোফাইল তৈরি করতে পারবেন
· নিজের ব্যবসা বা প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং করার ভালো সুযোগ পাবেন
· নিজের ব্যবসা বা প্রতিষ্ঠানের কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারবেন
· নিজের ব্যবসা বা পণ্যের বিপণন ও বিজ্ঞাপন চালাতে পারবেন
🔹 স্টুডেন্টদের জন্য লিংকডইন এ গুরুত্ব-
· আগে থেকেই একটু একটু করে ভালো মানের প্রোফাইল তৈরী করতে পারবেন
· চাকরী জগতের নতুন আপডেটস গুলো জানতে পারবেন
· বড়ো বড়ো প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ ব্যাক্তিদের সাথে যোগাযোগ রাখতে পারবেন
· প্রোফেশনাল জগতে নিজেকে কীভাবে উপস্থাপন করা যায় তা সম্পর্কে আগে থেকেই ধারণা পেতে পারবেন
· নিজের পছন্দের প্রোফেশনের হাই প্রোফাইল ব্যাক্তিদের সাথে কানেক্ট থাকতে পারবেন।
· ধীরে ধীরে আপনার বিভিন্ন স্কিল দিয়ে একটি প্রোফেশনাল আইডেন্টিটি সবার সামনে উপস্থাপন করতে পারবেন।
সর্বোপরি একটি কথাই বলা যায় যে অন্যান্য সোস্যাল মিডিয়া থেকে লিংকডইনে আমাদের যত বেশি সম্ভব সময় দিয়ে একে এমন ভাবে সাজানোর চেষ্টা করা উচিত যাতে এটা আপনাদের ক্যারিয়ারে এক অন্যমাত্রার ভ্যালু এ্যাড করে।


৩ বছর আগেও আপনাদের মতো এদিকে ওদিকে জব খুজতাম কেউ সঠিক গাইডলাইন দেখিয়ে দিতেন না কিভাবে কি করলে জব পাবো বলতেন না। আঙ্গুল দিয়ে কিংবা হাতে ধরে কেউ শেখাতে চায়না এখনকার যুগে কিন্তু একদিন আমার এক বিদেশী বন্ধু বললেন লিংকডিনে একটা একাউন্ট খুলতে, তিনবছর আগে লিংকডিনে বন্ধুর কথা শুনে একটা একাউন্ট খুলি আর সুন্দরভাবে নিজের প্রোফাইল সাজিয়ে একটা জবে এপ্লাই করি আমার প্রথম জবটা লিংকড ইন থেকেই হয়ে যায় কিন্তু এরপরো অনেক ভুল এর কারণে অনেক জব এর ইন্টারবভিউ কল পাইনা পরে ধীরে ধীরে লিংকডিন নিয়ে রিসার্চ করা শুরু করি আর আজকে অন্য দশ জনের মতো লিংকডিন এ আমিও একজন প্রফেশনাল।


LinkedIn এর ব্যবহারের উপকারিতা -
লিংকডইন মূলত পেশাজীবীদের একটি বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম। এ ছাড়াও বিভিন্ন ধরনের মানুষ এটি ব্যবহার করছে। পৃথিবীর যে কোন দেশের যে কোন কোম্পানির যে কোন লোককে পাওয়া সম্ভব Linkedin দ্বারা। এটি পেশাজীবীদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম । এটি ব্যবহার করে অনেকেই মনের মত চাকরী খোঁজে নিচ্ছে। লিঙ্কডইন দ্বারা সহজে বিভিন্ন কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যায় অল্প সময়ের মধ্যে।
লিঙ্কডইন ব্যবহার করে আপনি সরাসরি পছন্দের কোম্পানিতে চাকরীর আবেদন করতে পারবেন।এর জন্য আপনার প্রোফাইল টি হতে হবে তথ্যবহুল সাজানো গোছানো।
দেশ-বিদেশের বিভিন্ন ছোট বড় কোম্পানিগুলোর পেজ বা গ্রুপগুলো ফলো করলে জানতে পারবেন তাদের প্রতিদিনের আপডেটগুলো ও তাদের কার্যক্রম সম্পর্কে।
আপনি নিজের সিভিটি লিঙ্কডইনে আপলোড করে রাখতে পারেন, ফলে যারা আপনার প্রোফাইল ভিজিট করবে, তারা চাইলে আপনার সিভিটি দেখতে পারে। এতে আপনার কাজ পেতে সুবিধা হবে।
লিঙ্কডইনে আপনি পাবেন এন্ডোর্সমেন্টের সুযোগ, যা আপনি কোন কাজে কতটুকু দক্ষ তা এমপ্লয়ারের কাছে সহজে তুলে ধরার সুযোগ তৈরি করে দিবে।

সুতরাং বর্তমানের এই ডিজিটাল যুগে আপনাকে প্রতিনিয়ত হতে হবে অ্যাডভান্স। থাকতে হবে বিশাল নেটওযার্ক। আর এই নেটওয়ার্ক এর জন্য সবচেয়ে উন্নত মাধ্যমটির নাম হলো লিংকডইন। 

 

Post a Comment

নবীনতর পূর্বতন